বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী নারী অভিবাসী শ্রমিকদের ন্যায্য মুজরীসহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায় বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়শন (বমসা) উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এতে প্রায় কয়েক’শ নারী শ্রমিক অংশ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে সরকারের দ্রুত দশ দফা দাবি বাস্তাবায়ন করার দাবি জানান। শ্রমিকদের দশ দফা দাবি হলো বিদেশে অভিবাসী শ্রমিকের বৈধ ও নিরাপত্তায় গমন নিশ্চিত করা, সরকারের অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে শ্রমিক প্রেরণ করা, বিদেশে গমনের অতিরিক্ত ব্যয় পরিহার্য করা, বিদেশে অভিবাসী শ্রমিকদের কাজের ও কোম্পানীর নিশ্চয়তা দেওয়া, দেশে ও বিদেশে দালালদের হয়রানী বন্ধ করা, বিদেশে কর্মরত অবস্থায় শ্রমিকদের বোনাসের ব্যবস্থা করা, বিদেশে কারাগারে বাংলাদেশী শ্রমিকদের বন্দি অবস্থা থেকে মুক্তি করা এবং নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টার ন্যায্য মজুরী পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা, বাংলাদেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এসময় মানববন্ধনে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়শন (বমসা) সাধারণ সম্পাদক শেখ রোমানা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।