সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চাকরির প্রলোভনে ঢাকায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা না করে মানবপাচার আইনে মামলা করায় চট্টগ্রামের পাচঁলাইশ থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
ওই মামলায় দুই নারীর জামিন আবেদনের শুনানিতে সোমবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহীন মৃধা, মিজানুর রহমান খান শাহীন ও মোহাম্মদ শাফায়াত জামিল।
এসএস