বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে পার পাওয়া যাবে না।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা অপরাধীদের অনেকে চুপিসারে ছবি তুলে তা ফেসবুকে দেন। অথচ যাদের সঙ্গে তারা ছবি তুলেছেন তাদের সঙ্গে কোনো পূর্বপরিচয়ও নেই। এসব করে কেউ পার পাবে না। অপরাধ করলেই মাদক ব্যবসায়ীসহ সবধরনের অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
বুধবার দুপুরে সিএমপির উপ-কমিশনারের (পশ্চিম) নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
মেয়র নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, কোথাও গেলে আমরা জিম্মি হয়ে পড়ি। পেছনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে ফেলে। চেহারা দেখে তো আর বোঝা যায় না কে কোন প্রকৃতির মানুষ।
সুধী সমাবেশে বিশেষ অথিথির বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমপির ডিসি (পশ্চিম) মো. ফারুক-উল-হক।
আরও বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মো. মাহাবুবুল আলম প্রমুখ।
এসএম