সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
আটক প্রবাসীর স্ত্রী।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের রামু থেকে নগদ ২৫ লাখ টাকা ও ১০ হাজার ইয়াবাসহ দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের স্ত্রী সামিয়া বেগমকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর শেখ আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে দুবাই প্রবাসী জয়নাল আবেদীনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় জয়নালের স্ত্রী সামিয়া বেগমের শয়ন কক্ষ থেকে নগদ ২৫ লাখ টাকা ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ইন্সপেক্টর জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় সামিয়া বেগম, স্থানীয় আবদুর রহমান ও তার স্ত্রী নাসরিনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সামিয়া আটক হলেও বাকি দুইজন পলাতক রয়েছে বলে জানান তিনি।
এসএস