শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের দিন হলেও সমাজের অনেক মানুষ এখনও সুবিধাবঞ্চিত। তাদের মুখে হাসি ফোটাতে ছাত্রদল মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রমজানের শুরু থেকেই ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে পথচারী, পথশিশু ও অসহায় মানুষের মাঝে সেহেরি, ইফতার, ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গিয়ে এসব সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়া, জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক ও নানাবিধ সহায়তা প্রদান করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এছাড়াও এবারের ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করেছেন। ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ছাত্রদল কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন, যানজট নিরসনে সাহায্য করেছেন, যাত্রীদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক সংগঠনও। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কেউ একটু স্বস্তি পায়, সেটাই আমাদের বড় পাওয়া। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ঈদুল ফিতর শান্তি, আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সবার ঈদ আনন্দময় ও নিরাপদ হোক, এই কামনাই করি।”