শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
পাকিস্তানের মাঠে দুই ম্যাচে ১০৪ রান করে আইসিসির সুসংবাদ পেলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়েছেন দেশসেরা এ ওপেনার। জাতীয় দলের এ বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৫০তমস্থানে উঠে এসেছেন।
বোলারদের র্যাংকিংয়ে ২৫ ধাপ এগিয়ে ৫১তমস্থানে রয়েছেন ডান-হাতি পেসার আল-আমিন হোসেন। দুই ম্যাচে একটি উইকেট পেলেও মিতব্যয়ী বোলিংয়ের জন্য তার এই উন্নতি।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৭৯। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ।
টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। দ্বিতীয় পজিশনে রয়েছেন আফগান স্পিনার মুজিব-উর-রহমান।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস