সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
তবে চলতি মাসে পাকিস্তান সফরের আগেই সুসংবাদ পেলেন সাইফউদ্দিন। তার ইনজুরি নিয়ে শনিবার
মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, আমরা আশাবাদী পাকিস্তান সফরের আগেই সাইফউদ্দিন পুরোপুরি চোটমুক্ত হয়ে উঠবে।
বিসিবির প্রধান চিকিৎসক আরও বলেন, সাইফউদ্দিনের একটি স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট ভালো। ইতিমধ্যে আমরা চোট থেকে দ্রুত সেরে উঠার জন্য ওর পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি। তার চোটটা হয়েছে মূলত বোলিং অ্যাকশনের কারণে। আমরা আশাবাদী পাকিস্তান সফরের আগেই পুরোপুরি চোটমুক্ত হয়ে উঠবে সাইফ।
প্রসঙ্গত, ২০১৮ সালে এফটিপিতে নির্ধারিত হয় পাকিস্তানের মাঠে বাংলাদেশ দলের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক বছর পার হলেও দুই দেশের ক্রিকেট বোর্ড এখনও সমঝোতায় আসতে পারেনি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস