শনিবার, ১০ মে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সোহাগপুর বানিয়াবাড়ি এলাকায় আগুনে পুড়ে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
জানা যায়, আগুনে মমিনুর ইসলাম, আইনুল হক, এনামুল হক ও নবী উদ্দিনের চারটি বসতবাড়ি মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ধান-চালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পাটগ্রাম দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তার বলেন, আমি ঘটনাস্থলে সকালে গিয়েছিলাম। আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে চারটি পরিবারের। আসবাবপত্রসহ সমস্ত কাপড় পুড়ে গেছে।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মণ বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এএম