শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
বুধবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃকতরা হলেন উপজেলার কালিগঞ্জ (হারিয়াপাড়া) গ্রামের আল আমিনের ছেলে রবিউল ইসলাম (১৮) ও মোরশেদুল মিয়ার ছেলে রোকন মিয়া (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইটাকুমারী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় একটি অটো রিকশা থেকে এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটো রিকশাটি জব্দ করা হয়েছে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এসএম