শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তূর্জয় সরকার (৩)।
সোমবার সকালে উপজেলার পৌর এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তূর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনেস্টবল সুমন সরকারের ছেলে। সুমন সরকার পরিবারের সঙ্গে পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্বজনদের বরাত দিয়ে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যায় বাসার পাশের দোলনায় শিশু তূর্জয় সরকারকে শুইয়ে রেখে বাথরুমে যান সুমনের স্ত্রী।
বাথরুম থেকে ফিরে এসে দোলনায় তূর্জয়কে দেখতে না পেয়ে ঘরে ঘুমিয়ে থাকা স্বামী সুমনকে ডেকে তূর্জয়ের কথা জিজ্ঞেস করেন।
পরে আশপাশে খোঁজাখুঁজি করে তূর্জয়ের কোনো সন্ধান না পেয়ে বাসার বাইরে খুঁজতে থাকেন তারা। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছুটা দূরে একটি পুকুরের মধ্যে তূর্জয়ের ভাসমান দেহ পাওয়া যায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কনেস্টবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তির নামে থানায় একটি হত্যা মামলা করেন।
এসএস