বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
এনবিআর। ফাইল ছবি
অনলাইন সংস্করণ: পেঁয়াজের মূল্য কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ১৪ জন আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে শুল্ক গোয়েন্দারা জানতে পেরেছেন, ভারত পেঁয়াজের দাম বাড়ানোর আগেই কম দামে যে সব পেঁয়াজ আমদানি হয়েছিল সেগুলোই কারসাজি করে বেশি দামে বিক্রি করা হয়েছে। ভারত দাম বাড়ানোর পর দেশে খুব বেশি পেঁয়াজ আসেনি।
শুনানিতে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- চাঁপাইনবাবগঞ্জ সদরের রিজু রিটু এন্টারপ্রাইজ, টিএম এন্টারপ্রাইজ, কানসাটের আরএম অ্যাগ্রো, চাঁপাইনবাবগঞ্জ সদরের নূর এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডের বিএইচ ট্রেডিং, নওগাঁর জগদীশ চন্দ্র রায়, চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ, চাঁপাইনবাবগঞ্জের শিবনগরের টাটা ট্রেডার্স, চাঁপাইনবাবগঞ্জ সদরের হুদা ইন্টারন্যাশনাল, বিশাল এন্টারপ্রাইজ, রাজশাহীর আলী অ্যান্ড সন্স।
শুনানি শেষে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গত সাড়ে তিন মাসের তথ্য নিয়ে আমরা দেখেছি এর মধ্যে যারা বড় আমদানিকারক বা এক হাজার মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি করেছে তাদের আমরা ডেকেছি। তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস