সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ছবি সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : ১২৯ রানের অল্প পুঁজি নিয়ে দুর্দান্ত লড়েও শেষ রক্ষা হলো না সিলেট থান্ডার্সের। এদিকে প্রথম জয় থেকেও বঞ্চিত মোসাদ্দেকরা। দুই ওভার বাকি থাকতেই ৪ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রামের জয়ে বড় ভূমিকা রেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তার দৃঢ়তার কারণেই বলতে গেলে নিশ্চিত হারের ম্যাচটি জিতে গেলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।
১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৫ রানে যখন ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে, তখন পরাজয়ের শঙ্কাই চেপে ধরে চট্টগ্রামকে। সেখান থেকে দলকে জয়ের বন্দরে টেনে আনে নুরুল হাসান সোহান। সঙ্গী হিসেবে পেলেন ক্যারিবীয় ক্রিকেটার কেসরিক উইলিয়ামসকে।
নুরুল হাসান সোহান সিলেটের বোলারদের দেখে-শুনে খেলে ২৪ বলে করেন ৩৭ রান। ১৭ বলে ১৮ রান করেন উইলিয়ামস। দু’জনই অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে স্পিনার নাঈম হাসান যে ভুলটি করলেন, তা না হলে হয়তো শেষ মুহূর্তে ম্যাচটা জমেও যেতো। কারণ, কেসরিক উইলিয়ামস সরাসরি ক্যাচ দিয়ে বসেন বোলার নাঈমের হাতে। কিন্তু বলটা হাতের তালুতে নিয়েও জমিয়ে রাখতে পারলেন না তিনি। ফেলে দিলেন।
নুরুল হাসান সোহান তার ইনিংসে ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। সোহান আর উইলিয়ামস ছাড়া চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ভালো করেন আরেক ক্যারিবিয়ান লেন্ডল সিমন্স। ওপেনিংয়ে নেমে ৩৭ বলে খেলেন তিনি ৪৪ রানের ইনিংস। এছাড়া বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।
এ নিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স। ৪ পয়েন্ট রয়েছে রাজশাহী রয়্যালস এবং ঢাকা প্লাটুনেরও। সিলেট থান্ডার্স ৪ ম্যাচের একটিতেও জয় পায়নি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম