শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মাংস রান্না করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণ হয়ে বউ-শাশুড়িসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গৃহবধূ হ্যাপি বেগম (২৮) ও তার শাশুড়ি জোবেদা বেগম (৬০)। মুন্নি খাতুন (৪০) ও পারুল আক্তার (৩০)।
জানা গেছে, রান্না ঘরে প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন গৃহবধূ হ্যাপি। এ সময় প্রেসার কুকারটির বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে দাড়িয়ে থাকা শাশুড়িসহ চারজন আহত হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চারজনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেলেও তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
ছবি-সংগৃহীত
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আনোয়ারুল হক জানান, আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। দুই তিন দিনের মধ্যে তারা সুস্থ্য হয়ে যাবে বলে আশা করেন তিনি।
এসএম