মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
ভোলার তমুজদ্দিনে সড়ক দুর্ঘটনায় দুইজনের হতাহতের ঘটনা ঘটে। ছবি:
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: ভোলার তজুমদ্দিনে ফায়ার সার্ভিসের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে তজুমদ্দিন-কুঞ্জেরহাট সড়কের বাবড়ি মসজিদ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যক্তির নাম মো. জাকির (৪০)। তিনি ভোলার বাপ্তা ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে এবং আহত ব্যক্তির নাম শামিম (৩০)। তিনি একই এলাকার রতন খলিফার ছেলে।
হাসপাতাল, থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উক্ত স্থানে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের অপর একটি গাড়ি দুইজনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসান শরীফ জানান, ৭টা ৫ মিনিটে দুইজনকে হাসপাতালে নিয়ে এলে জাকিরকে মৃত অবস্থায় পাওয়া যায়। শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ওই দুই ব্যক্তি তজুমদ্দিনে মডেল মসজিদ নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনজার্চ ফারুক আহম্মদ জানান, লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
এসএম