শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পদ্মায় পড়ে যায়। এতে আহত হন ওই মাইক্রোবাসে থাকা পাঁচ আরোহী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাটুরিয়ায় ৫নং ফেরিঘাটের ড্রাইভিশনে ছিল ওই মাইক্রোবাসটি। পরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে আহত হন মাইক্রোবাসের পাঁচজন যাত্রী। মাইক্রোবাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম। ওই মাইক্রোবাসের পাঁচজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এসএস