রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে অন্যান্য স্থানের মতো মানিকগঞ্জের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের উদ্যোগে দুস্থদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া কোন অসহায় মানুষ ফোন দিলেই তার কাছে পৌঁছে যাবে ত্রাণের গাড়ি।
নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই খাবার পৌঁছে দেওয়া হবে।
মো: শরীফুল ইসলাম
০১৬১১৩২৫৩৩৩
মানিকগঞ্জ সদর
শেখ সালাউদ্দিন অপু
ঘিওর উপজেলা, ঘিওর, মানিকগঞ্জ।
মোবাইল: ০১৭৫৬১৭৩৩৩৫
কাজী সজিব জয়
০১৭৭৭২৫৯৫২৮
সাটুরিয়া উপজেলা।
মোঃ লুৎফর রহমান
মোরাইল- ০১৭১৩০৭৫৮৮০
হরিরামপুর।
মো. জাফর ইকবল রিজভী
উপজেলা দৌলতপুর
মোবাইল- ০১৭১০৫০১৭৮১
মো. টিপু সুলতান
মোবাইল-০১৮৩৪৬৬৫৫১০
উপজেলাঃ সিংগাইর
বিশ্বজিৎ দাস
থানা. শিবালয়
০১৬৪১৭২৪১২
এসএস