মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে জাবিন্দ্র বড়ুয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুরে এ ঘটনা ঘটে। নিহত জাবিন্দ্র বড়ুয়া উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়ার গুরাধন বড়ুয়ার ছেলে।
নিহতের আত্মীয় শংকর বড়ুয়া বলেন, রাতে জাবিন্দ্র আলীপুরে ধানখেত পাহারা দিতে যায়। ভোরে ধানখেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতি জাবিন্দ্রকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান জানান, প্রশাসনের অনুমতি নিয়ে জাবিন্দ্র বড়ুয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএম