সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলায় আহত ২। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ পরিচয়দানকারী দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত এবং ক্যামেস্ট্রি বিভাগের শিক্ষার্থী রফিক হাওলাদার ছাত্রলীগ পরিচয় দিয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে আসছিলো। পূর্ব থেকে সিফাত ও রফিকের মধ্যে চলে আসা দ্বন্দ্বের জেরে রবিবার রাত ৯টার দিকে বরিশাল-ভোলা সড়কে এক গ্রুপ অপর গ্রুপের উপর হামলা চালায়। হামলায় সিফাত ও রফিক আহত হলে তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনার পর রাতে উভয় গ্রুপের লোকজন ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/ এসএম