রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমান। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সাংবাদিক মারধরের ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। আর বরিশালের দায়িত্বে দেওয়া হয়েছে পরিতোষ কুমার কুন্ডুকে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুরক্ষা সেবা বিভাগের উপপরিচালক (প্রশাসন) মোঃ মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্ত হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার ১৮ এপ্রিল সকালে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চত্বরে লোকজন জড়ো করে বাংলা মদ বিক্রির ছবি তুলতে গেলে কর্মচারীর মারধরের স্বীকার হন বাংলাভিশন টিভি চ্যানেলের বরিশালের ক্যামেরাপারসন মো. কামাল হোসেন।
এরপর স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক মারধরের ঘটনায় বরিশাল জেলা প্রশাসকের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএস