সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক সাদিক আবদুল্লাহ।
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ত্রি-বার্ষিক সম্মেলনের দুপুরে দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে সভাপতি করা হয়েছে সাবেক কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।
বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম কাউন্সিলরদের কাছে তাদের প্রার্থীদের নাম প্রস্তাব করতে বলেন। এ সময় সভাপতি পদে কাউন্সিলররা সাবেক কমিটির সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন। পরে গোলাম আব্বাছ চৌধুরী দুলাল ও একেএম জাহাঙ্গীর নিজেদের মধ্যে আলোচনা শেষে গোলাম আব্বাছ চৌধুরী দুলাল জাহাঙ্গীরককে সভাপতি পদে সমর্থন করেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলো না। পরে ওবায়দুল কাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন।
এসএস