মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গ্রাম বাংলার গণমানুষের আস্থা ভালোবাসা আর নির্ভরতার প্রিয় ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকটির ঢাকা জেলার আশুলিয়া বাজার শাখায় গতকাল বৃহস্পতিবার সকালে খেলাপী ঋণ গ্রহীতাদের থেকে ঋণ আদায়ের জন্য এক বন্ধুসুলভ, সহযোগী ও সহমর্মিতার মনোরম পরিবেশে সফল দ্বি পাক্ষিক আলোচনা সভার মহাক্যাম্প অনুষ্ঠিত হয়। সভাটি ব্যাংকের ঢাকা বিভাগের নেতৃত্বদানকারী মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এর যথাযথ দিক নির্দেশনায় ও ব্যাংকের এনপিএল ঋণ আদায় ডেডিকেটেড মনিটরিং কমিটি ঢাকার টিম লিডার, এইচআরএমডি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এর সুপরিকল্পিত পরামর্শ এবং বিকেবি মুখ্য আঞ্চলিক কার্যালয়, ঢাকা এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ তাইবুর রহমান এর মনিটরিংয়ে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার সুস্পষ্ট দিক নিদেশনা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শাখা ব্যবস্থাপকসহ (সহকারী মহাব্যবস্থাপক) শাখার সকল কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় ব্যাংকার ও গ্রাহকের মধ্যে এই কর্মীবান্ধব আয়োজনটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত স্থানীয় ঋণ গৃহীতাগণ এতো সহজ শর্তে ঋণ পরিশোধের দিক নির্দেশনা পেয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেছে। এ সময় ব্যাংকের উপস্থিত কর্মকর্তারা তাদের আলোচনায় বলেন, বরাবর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টীকে এগিয়ে নিতে সহজ শর্তে বিভিন্ন প্যাকেজের ঋণ বিতরণ করে থাকে। সময়ের সাথে সাথে এ ব্যাংকটি ঋণ আদায় বিতরণের পাশাপাশি বৈদেশিক রেমিট্যান্স প্রদানসহ ব্যাংকিং খাতের সকল সেবা প্রদান করে আসছে। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে কোন ব্যাংকিং সেবা গ্রহণের জন্য নিকটস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোন শাখায় যোগাযোগ করার উদাত্ত আহবান জানিয়েছেন। এ সময় স্থানীয় ঋণ গ্রহীতাসহ অনেকের মাঝে আনন্দ লক্ষ্য করা গিয়েছে।