সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
বাকেরগঞ্জে নিহত মোটরশ্রমিক। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে আজ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহত দুইজন হলো, জুবেল (১৮) ও কুদরত (১৯)। জুবেলের বাবার নাম রইচ কালা মিয়। কুদরতের বাবার নাম আম্বর আলী। উভয়ে সিলেটের জালালাবাদের নন্দীরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ দুপুর ১২টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া বাজার থেকে প্রায় এক কিঃ মিঃ দূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাহাদুরপুর রেইন্ট্রি তলায় বরিশাল মেট্রো-ন ১১-০৪৬২ নাম্বারের একটি মাল বোঝাই মিনি ট্রাক বাম পাশের পিছনের চাকা পাংচার হয়ে কয়েকবার উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মিনি ট্রাকে থাকা জুবেল ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় স্থানীয় লোকজন মিনি ট্রাকে থাকা কুদরতকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তফা কামাল জানান নিহত দুজনেই বরিশাল অঞ্চলসহ বিভিন্ন জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। আজকেও হয়তো বা ট্রাকে মালামাল নিয়ে দক্ষিণাঞ্চলের কোথাও কাজের উদ্দেশ্য যাচ্ছিল বলে প্রাথমিক সূত্রে ধারণা করা হচ্ছে। তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।
এসএম