শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মক্কায় মসজিদুল হারামে প্রচ’ন্ড রোদ থেকে মুসল্লিদের রক্ষায় বড় বড় ছাতা লাগানো হয়েছে। প্রতিটি ছাতার উচ্চতা ৩০ মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থ সমানভাবে ৫৩ মিটার। প্রতিটি ছাতার নিচে আড়াই হাজার মানুষ ঠাঁই নিতে পারবে। এগুলো বিশ্বের সবচেয়ে বড় ছাতা।জানা গেছে, ছাতাগুলো শুধু ছায়াই দেবে না, আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে এতে।
এর মধ্যে পানীয় ও ওজুর ব্য’বস্থা, শীতাতপ ব্যব’স্থা, বায়ু চলাচল য’ন্ত্র, দিক-নির্দেশিকা ও পরামর্শমূলক বোর্ড-লিফলেট, অডিও সিস্টেম, সিসি ক্যামেরার নজ’রদারিও থাকছে। এর আগে পূর্ব চীনের জিইয়াংঝি প্রদেশের ২৩ মিটার বিস্তৃত একটি ছাতা বিশ্বের সবচেয়ে বড় ছাতা হিসেবে গিনেস বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছিল।
এবার সে রেকর্ড ভা’ঙতে চলেছে সৌদি আরব।সৌদি আরবের নতুন স্থাপিত ছাতাগুলো স্থাপন করা হয়েছে মসজিদুল হারামের সম্প্র’সারিত ও বর্ধিত উত্তর-পশ্চিম আঙ্গিনায়।
বাদশা’র ব্যক্তিগত খরচে সম্প্র’সারিত মসজিদুল হারামের দক্ষিণ পাশের সুবিশাল অংশের বহিরা’ঙ্গিনায় মোট সাতটি ছাতা বসানো হয়েছে। সে হিসেবে মসজিদের দক্ষিণ পাশের অংশের প্রতিটি দরজার সামনে একটি করে এ বিশালাকার ছাতা থাকছে।বৃহদাকার ছাতাগুলোর প্রতিটির ছায়াতলে কমপক্ষে আড়াই হাজার মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারবেন।
এসএস