বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানীতে ভোরবেলা থেকে বৃষ্টিপাত হচ্ছে। পরিমাণ খুব বেশি না হলেও আজ (রোববার) দিনভর রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিকেল নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আশার খবর হলো ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সারাদেশের লাখ লাখ মানুষের মধ্যে নানা শঙ্কা ও ভয় থাকলেও বিপদ কেটে গেছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে। গতকাল সন্ধ্যায় সুন্দরবন দিয়ে দেশের উপকূলে আঘাত হানে বুলবুল। খুলনা উপকূল থেকে অগ্রসর হয়ে বরিশাল উপকূলের দিকে বরিশাল হয়ে বরগুনা, পিরোজপুরের দিকে এগুচ্ছে বুলবুল।
এদিকে ভোর থেকে বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি খুবই কম। অধিকাংশ রাস্তাঘাট ফাঁকা।
তাছাড়া আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ও বৃষ্টিপাতের কারণে নগরবাসি ঘর থেকে বের হননি। নগরীর বিভিন্ন সড়কে হাতেগোনা রিকশা, বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়।
এ এম