মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
ভিকির ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেতা হবেন। সেই ইচ্ছেই তিনি পূরণ করেছেন। মানব কউলের ‘লাল পেন্সিল’ দিয়ে শুরু করে ‘মাসান’, ‘রাজি’, ‘উরি’…ঝুলিতে একের পর এক হিট। বলিউড অভিনেতা ভিকি কৌশলের বৃহস্পতি এখন তুঙ্গে। অল্প দিনের ক্যারিয়ারে জয় করেছেন কোটি দর্শকের মন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালক ও প্রযোজকরা তার শিডিউলের জন্য তীর্থের কাকের মতো হা করে থাকছেন।
এবার কোনো সিনেমা নয়, ভিকি কৌশলের ঘড়ির দাম শুনে উত্তাল হলো সোশ্যাল মিডিয়া। এমনিতে ভিকিকে নিয়ে টিনেজারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। ঘড়িটির দাম একটি এসইউভি গাড়ির সমান। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিকির ওই ঘড়ি পরা লুক প্রকাশ পেয়েছে। কালো ব্লেজার, জিপড সোয়েটশার্ট আর হাতে ঘড়ি…সব মিলিয়ে পিকচার পারফেক্ট। ঘড়িটি ‘বুলগারি’ কোম্পানির। তাতে আবার ১৮ ক্যারাট গোল্ড কেসও রয়েছে। যা নিয়ে চর্চা হচ্ছে বেশ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম