বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ৫ম ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন জহিরুল হক।
রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জহিরুল হক সদ্য বিলুপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাকি থাকায় সেটি রোববার ঘোষণা করা হলো।
পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।
এসএস