সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জেলা কারাগারের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, কারাগার থেকে হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসএস