রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : ব্ল্যাক প্যান্থার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। মাত্র ৪৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে।
চ্যাডউইক বোজম্যান ব্ল্যাক প্যান্থার মুভির জন্যই বেশি পরিচিত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ওই সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্রে ব্ল্যাক প্যান্থার এর ভূমিকায় অভিনয় করেছিলেন চ্যাডউইক বোজম্যান।
নিজের রোগ বা এর চিকিৎসার বিষয়ে জনসম্মুখে কখনও কিছু বলেননি বোজম্যান। অনেকটা নীরবেই তিনি এই দুরারোগ্য রোগের যন্ত্রণা ভোগ করেছেন।
ব্ল্যাক প্যান্থার ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে ডা ফাইভ ব্লাডস, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার্স: ইন্ডগেম, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল প্রভৃতি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস