সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ফাইল ছবি
বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। ক্যারিয়ারের শুরু থেকে শাকিব খানের সঙ্গে অভিনয় করে দর্শকদের উপহার দিয়েছেন ১১টি ছবি। বুবলি অভিনীত সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই হিট হয়েছে। তবে এবার সিনেমার বাহিরে গিয়ে ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন বুবলি।
বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে বলেন, ‘আমার বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে করতে হবে। তবে কবে করছি এখনই বলা যাচ্ছে না। তবে আগামী বছরের দিকে প্ল্যানিং আছে।
শাকিব খানের সঙ্গে সম্পর্ক, গুঞ্জনও রয়েছে। বিষয়টি নিয়ে বুবলি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি একটি আজব জায়গা। কারও সঙ্গে বেশি কাজ করলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তা অনেকে ধারণা করেন। আবার একসঙ্গে কোনও অনুষ্ঠানে গেলে তারা মনে করেন ভিতরে হয়তো অনেক কিছু চলছে। আবার অনেকে ধারণা করেন হয়ত তারা বিয়েই করেছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এমএস