মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ ৩৬০ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২০টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেট।
খবরে জানানো হয়েছে, কোভিড-১৯-এর বিস্তার প্রতিরোধ করার জন্য এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে। তবে কূটনীতিবিদ, চিকিৎসক ও তাদের পরিবার সদস্যরা জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
যেসব দেশ থেকে লোকজনকে সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, ওই দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও জাপান।
উল্লেখ্য, সৌদি আরবের সাথে সরাসরি ফ্লাইট নেই, এমন অনেক দেশের যাত্রীরা দুবাইয়ে যাত্রাবিরতি করে থাকেন। তারাও এখন সমস্যায় পড়বেন। সৌদি আরবে নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তার ঘটার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গত এক সপ্তাহে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ৬৩৯ জন আর মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ৩ লাখ ৬০ হাজার ১১০ জন সুস্থ হয়েছেন।