সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ছবি-সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : প্রথম ভারতীয় বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দুটি হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন কুলদীপ যাদব। ভারতীয় এ তারকা স্পিনার বুধবার বিশাখাপত্তনমেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করেন। ২৫ বছর বয়সী এই চায়নাম্যান বোলারের স্পিনে বিভ্রান্ত হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরেন শাই হোপ, জেসন হোল্ডার ও আলজারি জোশেপ।
ভারতের করা ৩৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। ইনিংসের ৩৩তম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া শাই হোপকে সাজঘরে ফেরান কুলদীপ। তার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৫ বলে ৭৮ রান করেন হোপ।
আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়া এই ক্যারিবীয় ওপেনার এদিন কুলদীপের শিকারে পরিণত হন। ঠিক পরের বলে আউট হন জেসন হোল্ডার। ওভারের শেষ বলে আলজারি জোশেপকে সাজঘরে ফেরান কুলদীপ।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতায় হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ।
ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে ১৯৯১ সালে প্রথম হ্যাটট্রিক করেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সামি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম