সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় দুটি ট্রাকের সংঘর্ষ এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দুর্ঘটনার শিকার হওয়া একটি ট্রাকের হেলপার বলে জানা গেছে।
নিহত ট্রাকচালকের সহকারীর নাম খোকা মিয়া (৩৫)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলার বাইরী গ্রামের মো. হোসেন আলীর ছেলে।
ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ভালুকা পৌরসভার ওয়াহেদ টাওয়ার কাছে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতরে আটকে থাকা হেলপারকে কেভিন কেটে মৃত অবস্থায় উদ্ধার করি।
ভালুকা হাইওয়ে ফাড়ির ইনচার্জ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস