রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আলোচিত ফতুল্লা পাগলার জেলেপাড়ায় দিন দুপুরে রাজিব ওরফে ভিপি রাজিব হত্যার বিচার চাইলেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইদরান
এসময় রাজিব হত্যার বিচার চেয়ে অবিলম্বে দোষীদের বিচারের কাঠগড়ায় এনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ছাত্রলীগ নেতা ইমরান।
উল্লেখ্য, গত ( ২০ এপ্রিল) সোমবার দুপুরে ছাত্রলীগ নেতা রাজীব ওরফে ভিপি রাজীবকে মিঠুন বাহিনীরা কুপিয়ে আহত করে৷ এতে গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, পরে একইদিন ( ২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভিপি রাজীব।
এ ঘটনায় রাজিবের বাবা আসু তালুকদার বাদী হয়ে পাগলা জেলেপাড়ার মিঠুন (৩৭), রাব্বি(২৪), ইয়াসিন(২০), কাউছার (২৭), মিলন(৪০), আলামিন ওরফে কেবলা আলামিন(২৭), সানজিদ(৩৭), চাঁদ শিকদার সেলিম(৩৫),ফয়সাল (২২), সোলেমান ওরফে কুট্টি(৩৭), আ: জলিল(৫০), মানিক ওরফে কুত্তা মানিক(৪০)সহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং ৬) দায়ের করেন।
মামলার দুই আসামি চাঁদ শিকদার সেলিম, তার সহযোগী সোলাইমান কুট্রি গ্রেপ্তার হলেও। অধরা মূল হত্যাকারীরা।
এসএস