বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মগবাজার টিঅ্যান্ডটি কলোনিতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মীর আফতাবুল ইসলাম সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।
সুমনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে। বড় মগবাজার টিএ্যান্ডটি কলোনি এলাকার এফ/৬ /৬/৮ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার সকালের দিকে বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতরে একটি চারতলা বাসার সামনে থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সুমনের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, ‘সোমবার ভোরে বাসা থেকে নামাজ পড়তে বের হন তিনি। পরে আর বাসায় ফিরে আসেননি। সাড়ে নয়টার দিকে আমরা পুলিশের মাধ্যমে মগবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর জানতে পারি। এক দেড় মাস আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ঝগড়া হয়।’
এসএস