রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজশাহীর চারঘাটে ভ্যানচালক জালাল উদ্দিনকে (৬০) হত্যা করা হয়েছে। এরই মধ্যে হত্যায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।
তারা হলেন- চারঘাট উপজেলার আস্কারপুর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে মিনুরুল ইসলাম (৩০) ও একই এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে মাসুদ রানা (৩২)।
মঙ্গলবার আস্কারপুর এলাকা থেকে মিনুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন চারঘাটের সারদা এলাকা থেকে গ্রেফতার করা হয় মিনুরুলের সহযোগী মাসুদ রানাকে। পরে আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, ৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা এলাকা থেকে গুরুতর অবস্থায় উপজেলার মেরামতপুরের বাসিন্দা জালাল উদ্দিনকে উদ্ধার করেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১০ অক্টোবর নিহতের ছেলে আবদুল মানিক বাদী হয়ে চারঘাট মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে মিনুরুলের সম্পৃক্ততা।
মঙ্গলবার আস্কারপুর এলাকা থেকে মিনুুরুলকে গ্রেফতার করে পুলিশ। পরে মিনুরুলের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় চারঘাটের সারদা এলাকা থেকে মাসুদ রানাকে। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুরো অভিযানে নেতৃত্ব দেন চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নূরে আলম।
এসএস