রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন দুই শিশুর মরদেহ স্থানীয় জামে মসজিদের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (০১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।
দুই শিশু হলো- উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে তাউসিফ আহমদ (৬) এবং একই এলাকার মো. কবির মিয়ার ছেলে আলামিন আহমদ (৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাড়ির পাশের হাওরে মাছ ধরা দেখতে বের হয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি শনিবার সন্ধ্যায় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়। রোববার সকালে মসজিদের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অনুমতি সাপেক্ষে তাদের দাফন সম্পন্ন হয়।
এসএস