মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ২০১৭ সালে কানাডার কুইবেকে একটি মসজিদে কট্টর এক খ্রিস্টান সন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ানসহ চারজন।
দেশটির জাতীয় দিবসে তাদরেকে পুরস্কৃত করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
২০১৭ সালের ২৯ জানুয়ারি কুইবেক সিটি মসজিদে নামাজ পড়ার সময় অতর্কিতে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে সন্ত্রাসীকে প্রতিহত করেন আজেদিন সুফিয়ান।
তার সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসল্লি। তারাও গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন।
বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে। এ সময় ওই সন্ত্রাসীকে জাপটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত।
তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।
এসএস