শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
মাইগ্রেশনের দাবিতে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমিকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন কলেজটির শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বাইরে এসে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানায়, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে তাদের ভর্তি করায়। পরে প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনো রেজিস্ট্রেশন এনে দেয়নি। কলেজের শিক্ষাব্যবস্থা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও শিক্ষার্থীদের বঞ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ। ফলে শিক্ষার্থীরা এক রকম বাধ্য হয়েই মাইগ্রেশনের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। মাইগ্রেশন বন্ধ করতে কলেজ কর্তৃপক্ষও একটি রিট করে। পরে মাইগ্রেশন বন্ধ করে দেয়া হয়। যে কারণে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরিফুর ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বিজ্ঞপ্তি দেখে এই মেডিকেল কলেজে ভর্তি হতে আসি। তখন কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে ২০১৬ সালে কলেজে শিক্ষার্থীরা মাইগ্রেশন করে চলে গেছেন। ২০১৭ সালে আমাদের প্রথম ব্যাচ ধরে কলেজের সব কার্যক্রম নতুনভাবে শুরু করবে। ক্লাস শুরুর পর প্রথম বর্ষ কোনো সমস্যা ছাড়া কাটলেও দ্বিতীয় বর্ষে জানতে পারি, এই কলেজের বিএমডিসি রেজিস্ট্রেশন নেই।
অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমি বলেন, পাঁচদিন হলো অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি। আগে এখানে প্যাথলোজির দায়িত্বে ছিলাম। রিটের কারণে সবকিছু আটকে আছে। এমডি স্যার এ বিষয়ে কথা বলবেন। শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলেছেন, তারাই ভালো জানেন। তবে তিনি আসবেন কি না, জানি না।