সোমবার, ১২ মে ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
ক্লোজড দুই পুলিশ অফিসার। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আড়াইহাজারে মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দুই পুলিশের নাচ-গানের ঘটনায় ২ পুলিশকে ক্লোজড করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার রাতে জেলা পুলিশ এক আদেশের মাধ্যমে তাদের ক্লোজড করে। এরা হলেন, এস আই সজিব সরকার ও এ এস আই অজিত চন্দ্র বিশ্বাস।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী, একাধিকবার গ্রেফতার হওয়া ব্যাক্তির সঙ্গে একটি বাড়িতে গানের আসর বসিয়ে রাতভর নেচে গেয়ে ফুর্তিতে মেতে ছিলেন পুলিশের দুই অফিসার। মাদক ব্যবসায়ীর সঙ্গে বসে গান গেয়ে আনন্দের সঙ্গে এসআই সজীব সরকার নিজের ফেসবুকের আইডি থেকে লাইভও করে। লাইভে প্রচার হওয়ার কারণে বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে আড়াইহাজার উপজেলায় ব্যাপক সমলোচনার ঝড় ওঠে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ১০টা থেকে ১২ পর্যন্ত চলে আড়াইহাজার উপজেলার কোনও একটি বাড়িতে নাচ ও গানের আসর।
ভিডিওটিতে দেখা গেছে, একটি কক্ষে হারমনিয়াম নিয়ে গানের আসর চলছে। চলছে গান ও নাচ, সাথে চলছে ধুমপান। গানের আসরের ফেসবুকে লাইভ করেন আড়াইহাজার থানার এসআই সজীব সরকার। সেই ভিডিওতে সজীবের পাশেই বসা উপজেলার বিশনন্দী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। আর শিল্পীর গানের সঙ্গে ধুমপান করে নাচতে দেখা যায় একই থানার পুলিশের এএসআই অজিত চন্দ্র বিশ্বাসকে। একজন মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দুইজন পুলিশ অফিসার কিভাবে নেচে গেয়ে ফুর্তি করেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
আড়াইহাজার থানার এএসআই অজিত চন্দ্র বিশ্বাস বলেন, ’আসলে আমি জানতাম না ওখানে যারা আছে তাদের মধ্যে কেউ মাদক ব্যবসায়ী রয়েছে।
আড়াইহাজার থানার এসআই সজীব সরকার বলেন, ‘আমি আসলে গানের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনেকে এসেছে, তাই গিয়েছি। আমি সকলকে চিনি না। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, বদলি হওয়া কিংবা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া এটা তাদের নিয়মিত একটি ব্যাপার।
এসএম