মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ: বরিশাল নগরীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানা সরদার (৩৭) ওরফে গাঁজা সোহেলকে র্যাব-৮ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া রাজ্জাক খান সড়কে ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষন, চাঁদাবাজী ও মাদক আইনে কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারের সময় সোহেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭২ পিস ইয়াবা ও কিছু পরিমান গাঁজা।
উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা। সে বাঘিয়া রাজ্জাক খান সড়কে মো. কালামের বাসায় ভাড়া থাকতো।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। র্যাব- ৮ এর ডিএডি মো. আল মামুন সিকদার বাদী হয়ে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম