সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মে পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের মোটরসাইকেল থেকে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলায় আজ এ রায় দেন আদালত।
এসএস