বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বাস-ট্রাক সংর্ঘষে ট্রাক চালক রাকিব হোসেন (২৩) নামে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি’২১) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফরিদপুরের শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম আল মামুন জানান, সকালে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী পিয়াজভর্তি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। নিহতের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে।
এঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল বলে তিনি আরো জানান। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।