বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলচালকসহ আরোহী। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এক দুর্ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন– উপজেলার গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে শাহ আলম (২২)।
হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী যুগান্তরকে বলেন, বিদেশফেরত জহিরুল ও অটোচালক শাহ আলম মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুতগতির কারণে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএস