মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
মানিকগঞ্জের ঘিওরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
এ ঘটনায় মহাসড়কে পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুখুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ট্রাকচালক মারুফ হোসেন (২৫) গুরুতর আহত আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
আহতদের মধ্যে ছয় বাসযাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আরাফাত হোসেন (৩৮), আশিকুর রহমান (২৮), নুরজাহান বেগম (৪৫), তানিয়া আক্তার (৩০), রাজা মিয়া (৪৩) ও তুলসী দাস (৬০)। তাদের বাড়ি জেলা সদর, ঘিওর ও শিবালয় উপজেলায়।
বাকিদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে পদ্মা দ্রুতগতি পরিবহণের একটি বাস পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় একটি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রীসহ ১২ জন আহত হন। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের সদস্য, বরংগাইল হাইওয়ে ফাঁড়ি ও ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।