Dailybdnews360.Com
- ২৭ সেপ্টেম্বর, ২০২৩ / ২৬৫ বার পঠিত
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ ২০ হাজার টাকার হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর থানার দাশড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাছি গ্রামের মো, লিটন মিয়ার ছেলে মিন্টু মিয়া (২৯), মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকরার গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মাহফুজ (৪০), একই গ্রামের মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে ইয়াসিন ভূঁইয়া (৫০) এবং পশ্চিম দাশড়া এলাকার মৃত শাহজাহান হোসেনের ছেলে সাগর হোসেন (৩০)। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।