শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বৃহস্পতিবার (২৩ জুলাই) মানিকগঞ্জ শহরের দুধবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অভিযোগে এক যুবককে অর্থদন্ড এবং কারাদন্ড দেওয়া হয়েছে। ওই যুবকের নাম মাসুদুর রহমান ওরফে শিশির(২৬)।
তাকে এলাকার পুলক সাইকেল স্টোর এর পিছনে নিজ বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশ নেয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এসএস