শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শিবালয়, দৌলতপুর এবং ঘিওরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে এবং নতুন করে জনবসতি প্লাবিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেজ রিডার মো. ফারুক আহাম্মেদ।
তিনি আরো বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে বিপৎসীমার পরিমাপ হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। সন্ধ্যা ৬টার দিকে যমুনার পানি ৬ সেন্টিমিটার বেড়ে ৪৬ সেন্টিমিটারে দাঁড়ায়।
এসএস