বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর মিরপুর এলাকায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৬ জনের মধ্যে ৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আক্তার হোসেন বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছয় আসামির মধ্যে আবু সাইদ, আলামিন (১৮), জয় মিয়া (১৮), ইমরান (১৮) স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া রায়হান ওরফে নাঈম (১৮) ও সম্পর্কে চাচাতো ভাই ইমন (১৯) দুইজনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানালেও আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে কল্যাণপুরে হাউজ বিল্ডিং অফিসের পিছনে খালি জায়গায় এক তরুণী দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পায় পুলিশ। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এসএস