মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
আটককৃত জেএমবি সদস্যে মো. হোসেন আলী।ছবি:
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ইসলামিক সংগঠন জামায়াতুল মুজহিদীন বাংলাদেশের ( জেএমবি) এক সদস্যকে আটক করেছে র্যাব-১৪। বুধবার সকালে উপজেলার দরিকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই জেএমবি সদস্যের নাম মো. হোসেন আলী(৩৪)। সে উপজেলার নটাকুড়ি গ্রামের আলেপ আলীর পুত্র ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দরিকৃষ্ণপুর এলাকায় গোপন বৈঠকের উদ্দেশ্যে মিলিত হওয়ার সময় অভিযান পরিচালনা করা হয়। টের পেয়ে বৈঠকের উদ্দেশ্যে আসা লোকজন দৌড়ে পালানোর সময় মো. হোসেন আলীকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি ব্যাগের ভিতর থেকে কিছু জিহাদি বই, লিফলেট এবং জিহাদি প্রচারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল থেকে আলকায়দার প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে র্যাব ১৪ এর ময়মনসিংহ ক্যাম্প কমান্ডার মেজর শিবলী সাদিক জানান, মুক্তাগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে আটকের বিরুদ্ধে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসএম