সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ইকরামুল হাসান লিমন।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামুল হাসান লিমন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ইকরামুল হাসান লিমনের বাড়ি মুক্তাগাছা শহরের লক্ষীখোলা সুপারি বাগান এলাকায়। সে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র ছিলেন।
মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মাহফুজুল বারী জানান, ইকরামুল হাসান লিমন গত ৩ জানুয়ারি দুপুরে মুক্তাগাছা রওয়ারচর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসএস